বিধানসভা নির্বাচনের পর থেকেই অশান্তি যেন কমছে না বঙ্গ বিজেপিতে। বিদ্রোহী হয়ে একে একে দলীয় পদ ও হোয়াটসঅ্যাপ গ্ৰুপ ছাড়ছেন বিজেপি নেতারা। এবারে সেই তালিকায় নাম জোড়ালো শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

জানা যায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।এমনকি জানা যায় নন্দীগ্রামের বিধায়কের সঙ্গে জেলা বিজেপির সহ-সভাপতি সাহেব দাসও হোয়াটস্যাপ গ্রুপ ছেড়েছেন।এই প্রসঙ্গে সাহেব দাসের দাবী, রবিবার শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি অনুষ্ঠানে থাকাকালীন তার ফোন চুরি গিয়েছে, আর নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ইন্সটল করতে এই বিপত্তি। তবে শুভেন্দু অধিকারী কেন গ্রুপ ছাড়লেন সে কথা তিনি বলতে পারবেন না, এর উত্তর শুভেন্দু অধিকারী ভালো জানেন, দাবী সাহেবের। উল্লেখ্য, সাহেব দাস শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত।

এদিকে সূত্রের খবর, প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক দিন্দাও বিজেপির সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। কিন্তু তার গ্রুপ ছাড়ার কারণ জানা যায় নি, এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিধায়ক। তবে, বিধায়কদের গ্ৰুপে তিনি এখনও আছেন বলেই জানা গিয়েছে।

 

আরো পড়ুন:Subhendu Adhikari:সিউড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গুরুতর আহত শুভেন্দু