বেকারত্বপূর্ণ জীবন অনেকটা স্রোতহীন নদীর মতো! গত পাঁচ বছরে দেশে বৃদ্ধি পেয়েছে আত্মহত্যার পরিমাণ (Suicide Cases)৷ এর জন্য দায়ী মূলত বেকারত্ব৷ সোমবার এই নিয়ে লোকসভায় উদ্বেগ প্রকাশ করল শ্রম মন্ত্রক৷ উল্লেখ্য, আত্মহত্যার নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি শাসিত বহু রাজ্যই৷
কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমান জাতীয় বেকারত্বের হারের চেয়ে এই হার অনেক বেশি রয়েছে বিজেপি শাসিত একাধিক রাজ্যে৷ আর বেকারত্বের জেরেই বেড়ে চলেছে আত্মহত্যার (Suicide Cases) মতো ঘটনা৷
পরিসংখ্যান অনুযায়ী , ২০১৬ সালে বেকারত্বের জেরে দেশে আত্মহত্যার ঘটনা ঘটেছিল ২ হাজার ২৯৮টি। ২০১৭ সালে তা বেড়ে হয় ২ হাজার ৪০৪টি। ২০১৮ তে ২ হাজার ৭৪১টি এবং ২০১৯ সালে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে হয় ২ হাজার ৮৫১টি। আর ২০২০ সালে বেকারত্বের কারণে দেশে আত্মহত্যার ঘটনা ছাড়িয়ে যায় ৩ হাজারের গন্ডি৷ ওই বছর বেকারত্বের জেরে মোট ৩ হাজার ৫৪৮টি আত্মহত্যার (Suicide Cases) ঘটনা ঘটে৷
২০২০ সালে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বেকারত্বের কারণে আত্মহত্যা করেছিলেন ২২৭ জন৷ অসমে ২৩৪টি। গুজরাতে ২২৯টি। আর বেকারত্বের কারণে ৭২০টি আত্মহত্যার ঘটনায় দেশের মধ্যে শীর্ষস্থানে ছিল বিজেপি শাসিত কর্ণাটক। শ্রমমন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি লিখিতভাবে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রকের আওতাধীন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ‘অ্যাক্সিডেন্টাল ডেথস অ্যান্ড সুইসাইডস ইন ইন্ডিয়া’ (এডিএসআই) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পেশ করা হয়েছে এই পরিসংখ্যান। (Suicide Cases)