বাংলাদেশের ১৬ জনের দলে ফিরলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan) তিনি দলে ফিরলেন মূলত শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য। প্রোটিয়াদের বিরুদ্ধে দুই টেস্টেই ভরাডুবি হয় শাকিবহীন বঙ্গ ব্রিগেডের। শাকিব দলে ফেরায় স্বস্তি পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের একাংশই।

সুত্রের খবর, আগামী মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই দু’টি টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করল বাংলাদেশ। আর সেই দলেই ফিরেছেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। পারিবারিক সমস্যার জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন শাকিব। যদিও ৩৫ বছরের অলরাউন্ডারই বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি।

আরও পড়ুন: IPL 2022: বেঙ্গালুরুর বিরাট পরাজয় হায়দরাবাদের কাছে

শাকিব (Shakib Al Hasan) পরিজনদের চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছিলেন। দেশে ফিরে চলতি সপ্তাহ থেকে ঘরোয়া ক্রিকেটের ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। ওপেনিং ব্যাটার শাদমান ইসলামের বদলে শাকিব টেস্ট দলে এসেছেন।