ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নিয়ে দুই দেশের মধ্যে বৈঠক হলেও নির্দিষ্ট কোন সমাধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden) রাশিয়াকে হুঁশিয়ারি দিলেন যে রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে তার জন্য চরম মূল্য দিতে হবে মস্কোকে। শুক্রবার বাইডেন(Biden) বলেন রাশিয়া ন্যাটোর মধ্যেই যুদ্ধ বাধলে তৃতীয় বিশ্বযুদ্ধের সমকক্ষ হবে, তাই যুদ্ধ থেকে বিরত থাকতে চাইছে বাইডেন। সাথে তিনি এও হুঁশিয়ারি দেন যেন রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য উস্কানি দেওয়া থেকে বিরত থাকে।

ইউক্রেনে জৈবিক ও রাসায়নিক অস্ত্র তৈরিতে যুক্তরাষ্ট্র অর্থায়ন করছে বলে রাশিয়া যে অভিযোগ তুলেছে তা নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। সেখানে মার্কিন মিশনের এক মুখপাত্র বলেন রাশিয়া রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদকে ব্যবহার করে বিশ্বজুড়ে ভুয়ো তথ্য ছড়াতে চাইছে। ইতিমধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি জৈবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেন।

অন্যদিকে রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বাইডেন(Biden) বলেছেন রাশিয়া যদি ভবিষ্যতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে তার ফল ভুগতে হবে রাশিয়ার সাধারন মানুষদের। যুদ্ধের পরিস্থিতিতে রাশিয়ার সাথে প্রায় সমস্ত ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে ফেলেছে আমেরিকা। ফলে বোঝাই যাচ্ছে পশ্চিম দেশগুলির এই মুহূর্তে একমাত্র লক্ষ্য হলো রাশিয়াকে যেকোনো পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে কোণঠাসা করা।