এবার কবিতার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil ghosh)।

 

সম্প্রতি হাঁসখালি ধর্ষণকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে সমালোচনার ঝড় উঠেছে চারদিকে। অনেকেই বলছেন মুখ্যমন্ত্রীর মন্তব্য অসংবেদনশীল, দায়িত্বজ্ঞানহীন। বিজেপি নেতা রুদ্রনীল মঙ্গলবার রায়ে যে কবিতা প্রকাশ্যে আনলেন তার ছত্রে ছত্রে বিদ্ধ করা হয়েছে মুখ্যমন্ত্রীর সেই বাণীকেই।

 

কবিতায় কী বলেছেন তিনি? প্রথম থেকে শাণিত ভাষায় আক্রমণ তাঁর। দাবি, ”খবর দেখো না তুমি সব জেনে যাবে, সিরিয়াল দেখো তুমি শান্তি তো পাবে!” রাজ্যের ভাল ভাল খবর দেখালে সরকারি অনুদান, বিজ্ঞাপনও যে মিলবে সে কথাও হাসতে হাসতে বলেছেন অভিনেতা। তার পরেই রুদ্রনীলের কটাক্ষ, ”তিনি মানে সব ঠিক তিনি মানে ভাল, তিনি যদি বলে দেন সাদা হয় কালো!” মাসে মাসে ভাতা, প্রশাসনের চোখরাঙানি, বুদ্ধিজীবীদের নীরবতা— কোনও কিছুকেই ব্যঙ্গবাণে বিঁধতে ছাড়েননি তিনি। দাবি, আনিস খান, বগটুই হয়ে হাঁসখালি— এ ভাবে একের পর এক ঘটনায় মায়েদের কোল খালি হয়ে যাচ্ছে। তবু হুঁশ নেই ‘তিনি’র! বদলে একটাই অনুযোগ, সিবিআই থেকে অঘটন সবই নাকি বিরোধীদের ষড়যন্ত্র। বাংলায় কোনও নৈরাজ্য নেই। যা হচ্ছে সব কোরিয়ায়।

 

আরো পড়ুন:Hanshkhali : হাঁসখালি ধর্ষণ-কাণ্ডে মমতার মন্তব্যে বিরক্ত ঋদ্ধি