আইপিএলের তৃতীয় ম্যাচ তথা নিজেদের দ্বিতীয় তম ম্যাচে আরসিবি কে পরাজিত করে নজির সৃষ্টি করল পাঞ্জাব কিংস (RCB vs PBKS)। প্রথম ব্যাট করে আরসিবি ২০৫ রান করলেও সেই রান কে তারা করে জয় হাসিল করলো পাঞ্জাব।
প্রথম ব্যাট করে ২০৫ রান করে জয় নিশ্চিত ধরে নিয়েছিল বিরাট বাহিনী কিন্তু ৬ বল বাকি থাকতে আরসিবির কাছ থেকে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস। ফাফ ডুপ্লেসির ৫৭ বলে ৮৮ রান। বিরাট কোহলির ২৯ বলে ৪১ রান। কিন্তু সবই মাঠে মারা গেল।
এক ওভার বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল পাঞ্জাব কিংস। শিখর ধাওয়ান করলেন ২৯ বলে ৪৩। ওডিন স্মিথ ৮ বলে ২৫ রান করে জয়ের রাস্তা চওড়া করে দেন।
খেলার শুরুতে যেভাবে রয়েল চ্যালেঞ্জার বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন তাতে প্রথমার্ধে কিছুটা হলেও চাপে পড়েছিল পাঞ্জাব বাহিনী। ডুপ্লেসি, বিরাট কোহলি এবং দীনেশ কার্তিকের ঝড়ো ইনিংসকে পেছনে ফেলে এই জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস। এত বড় রান করেও হার মেনে নিতে পারছেনা আরসিবি শিবির (RCB vs PBKS)।
আরও পড়ুন :Punjab Kings: দু’শোর গন্ডি পার করে দুর্ধর্ষ জয় পাঞ্জাবের