রাশিয়া ইউক্রেন এর ওপর সামরিক অভিযান চালানোর পর প্রায় ২২ দিন কেটে গেছে। এখনো যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। অন্যদিকে রাশিয়ার ওপরে একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে পশ্চিমের দেশগুলি। রাশিয়ার অর্থনীতিকে কোণঠাসা করতে বিভিন্ন মার্কিন সংস্থা পাততাড়ি গুটিয়েছে মস্কো থেকে। এমনকি অনেক রাশিয়ার অধিবাসীও ইউক্রেনে হামলার প্রতিবাদে মুখর হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই প্রতিবাদীদের উদ্দেশ্যে করা হুমকি দিল পুতিন(Putin)।

রাশিয়া ইউক্রেনের ওপর সামরিক অভিযান শুরু করার পরেই কাতারে কাতারে মানুষ যুদ্ধ বিরোধী মিছিলে নেমেছেন। রাশিয়ার এরূপ পদক্ষেপের পরেই রাশিয়ায় যুদ্ধবিরতি মিছিল দেখা গিয়েছে। সেই প্রতিবাদীদেরই এবার ‘মাছি’র সাথে তুলনা করলেন পুতিন(Putin)।

তিনি জানিয়েছেন এইসব মাছিদের মুখ থেকে ফেলে দিতে প্রস্তুত তিনি। পুতিন(Putin) বলেন, ‘আমি নিশ্চিত এই সব সমাজের জন্য স্বাভাবিক ও জরুরি আত্ম-সাফাই আমাদের দেশ ও দেশের সংহতিকেই মজবুত করবে। যার সাহায্যে আগামিদিনে সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করা সম্ভব হবে’।

যুদ্ধবিরোধী মিছিলে অংশগ্রহণকারীদের এবং সোশ্যাল মিডিয়ায় সরব হওয়া আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে রাশিয়া বিরোধী কোন প্রচারে অংশ নিলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। কিন্তু তবুও এখনও আন্দোলনকারীদের থামানো যায়নি। সেই কারণেই পুতিন আন্দোলনকারীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন বলে জানা যাচ্ছে।