আগামিকাল, বুধবার থেকে খুলছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল (Primary School)।
গত ২ বছরের ঘাটতি মেটাতে ছোটদের বিশেষ বই (Special Book) দেওয়ার সিদ্ধান্ত নিল স্কুলশিক্ষা দফতর ।
স্কুল খোলার পর আগে সেই বই পড়ানোর নির্দেশ দেওয়া হল শিক্ষকদের।
প্রায় ২ বছর বন্ধ ছিল স্কুল। পড়াশোনার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়েছে ছোটরা (Primary school)।
পরিস্থিতি এমনই যে, অক্ষরও চিনতে পারছে না অনেকেই।
প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে পঠনপাঠন শুরু করাই নয়, পড়ুয়াদের জন্য এবার বিশেষ বই তৈরি করল শিক্ষা দফতর।
কোনও ছাত্র বা ছাত্রী যে ক্লাসে পড়ে, তার আগের দুই ক্লাসের মূল পাঠ্য বিষয়গুলি থাকবে এই বইতে। শিক্ষা দফতর সূত্রে খবর, আগের দুই
ক্লাসে পঠনপাঠনে যদি কোনও ঘাটতি থাকে, তাহলে এই বই ব্যবহার করে তা সহজেই মিটিয়ে ফেলা যাবে।
ফলে নতুন ক্লাসে পড়া বুঝতে সুবিধা হবে পড়ুয়াদের। বস্তুত, প্রাথমিকভাবে ১০০ দিনের মধ্যে এই বই পড়ানো শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
এদিকে করোনা আতঙ্ক কাটিয়ে ফের পঠনপাঠন শুরু হয়েছে স্কুল ও কলেজে।
কোভিড বিধি মেনে যখন পুরোদস্তুর ক্লাস চলছে কলেজে, তখন শুধুমাত্র অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারাই স্কুলে যাচ্ছে।
পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পর্যন্ত চালু করা হয়েছে ‘পাড়ায় শিক্ষালয়’। কয়েক দিন আগে ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে প্রাথমিক স্কুল খোলা যায় কিনা, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
তারপরই প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খোলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বিধি মেনে চলবে পঠনপাঠন। জারি হয়েছে নির্দেশিকাও।