ইদ (Eid) উপলক্ষে লোভনীয় খাবারের আয়োজন করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর।মূলত পয়লা বৈশাখেও বাড়ি বাড়ি সুস্বাদু যেমন খাবার পৌঁছে দিয়েছিল সরকার। ঠিক তেমন ইদ উপলক্ষ্যেও বাড়ি বাড়ি এবার রীতিমতো ভুরিভোজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর।যেখানে থাকবে বিরিয়ানি থেকে শুরু করে সিমুইয়ের পায়েস।

 

জানা যায় রবিবার থেকেই এর আয়োজন করা হয়েছে যা চলবে বুধবার অবধি। হোয়াটস্যাপে অর্ডার করলেই কম খরচেই বাড়ি বাড়ি নৈশভোজ পৌঁছে দেবে পঞ্চায়েত দপ্তর।এখন প্রশ্ন উঠছে কি কি থাকবে মেনুতে? ইদ (Eid) স্পেশাল ডিনারের মেনুতে থাকছে চিকেন বিরিয়ানি, চিকেন চাঁব, চার টুকরো মালাই চিকেন কাবাব, চার টুকরো চিকেন হরিয়ালি কাবাব, ১০০ গ্রাম সিমাইয়ের পায়েস। প্রতি প্যাকেট পিছু এই খাবারের দাম ৪২৫ টাকা। অনলাইন পেমেন্ট এবং ক্যাশ অন ডেলিভারি দুই ভাবেই মেটানো যাবে খাবারের দাম। সকাল ১০টা থেকে রাত ৮টা অবধি দেওয়া যাবে খাবারের অর্ডার।

 

উল্লেখ্য উদ্যোগটি পঞ্চায়েত দপ্তরের হলেও এই আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন। কলকাতা পুরসভা এলাকা ছাড়াও বিধাননগর, বরাহনগর, দক্ষিন দমদম পুরসভা এলাকাতেও মিলবে এই নৈশভোজের পরিষেবা। শনিবার থেকেই অর্ডারের জন্য খুলে দেওয়া হয়েছে তিনটি হোয়াটস্যাপ নম্বর।

নম্বরটা গুলি হল – ৮১৭০৮৮৭৭৯৪, ৯৭৩৫৯২৯৪১৩ ও ৯১৬৩১২৩৫৫৬।

 

আরো পড়ুন:Bogtui:বগটুই কান্ডে ক্ষতিপূরণ দেওয়াকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের