টেবিল টেনিসে পাঁচ বারের জাতীয় চ্যাম্পিয়ন মৌমা দাস (Mouma Das)। সাড়ে তিন বছর পরে প্রথম বার খেলতে নেমে পা কাঁপছিল তাঁর। সংস়ার, মেয়েকে সামলে ফের অনুশীলন করতে নেমে কোথায় তিনি দাঁড়িয়ে রয়েছেন তা পরীক্ষা করতেই জাতীয় প্রতিযোগিতায় নেমেছিলেন বলে জানালেন পদ্মশ্রী মৌমা।

সুত্রের খবর, প্রতিযোগিতার অভিজ্ঞতা জানাতে গিয়ে মৌমা (Mouma Das) বলেন, ‘‘হার-জিত নয়, কোথায় দাঁড়িয়ে আছি সেটা দেখার জন্যই নেমেছিলাম। এখনও পুরো তৈরি নই। সময় লাগবে। যেহেতু অনেক দিন খেলার বাইরে তাই গ্রুপ পর্ব থেকে শুরু করতে হয়েছিল। ধাপে ধাপে ফাইনালে উঠেছি। এতটা যাব আশা করিনি।’’

আরও পড়ুন: Virat Kohli: ১৫ ম্যাচ পরে অর্ধশতরান বিরাটের

মৌমা (Mouma Das) আরও বলেন, ‘‘মাত্র ১০ থেকে ১২ দিন অনুশীলন করেছি। এখনও ওজন বেশি। বড় র‌্যালি খেললে হাঁফ ধরে যাচ্ছে। বেশির ভাগ ম্যাচ লম্বা হচ্ছিল। শেষ দিকে দম থাকছিল না। তাও ফাইনালে উঠেছি। পুরো তৈরি না থাকায় ঝুঁকি নিইনি। কারণ সে ক্ষেত্রে চোট পাওয়ার আশঙ্কা থাকত। এখনও দু-তিন মাস অনুশীলন করতে হবে। তবেই কোথাও পৌঁছতে পারব।’’