শনিবার একই মঞ্চে উপস্থিত থাকবেন মোদি-মমতা ( Modi-Mamata)।সূত্রের খবর শনিবার দিল্লিতে সুপ্রিমকোর্টের বিচারপতি এবং রাজ্যগুলির হাইকোর্টের বিচারপতিদের একটি বৈঠক আছে।আর সেইখানেই একসঙ্গে দেখা যাবে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই অনুষ্ঠানটিতে যোগ দিতে ৫ মাস পর গতকালই দিল্লিতে উড়ে গিয়েছেন মমতা।

 

যদিও এই মঞ্চে এক সঙ্গে দেখা গেলেও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠকের কোনও পরিকল্পনা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম থেকেই তাঁর এই দিল্লি সফর নিয়ে জল্পনা ছিল, তবে কি এবার মোদী-মমতা একান্ত বৈঠক হবে? সম্প্রতি নবান্নে সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মাত্র দু’দিনের সফর তাঁর। তাই এবার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক হচ্ছে না।

 

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “আমি শুক্রবার রাতে পৌঁছব। শনিবার ফিরব। আমি অনুমতি চাইব, যদি তাড়াতাড়ি চলে আসতে পারি ভাল হয়। আমার এয়ার ইন্ডিয়ায় টিকিট কাটা আছে। আমি চেষ্টা করব চলে আসার। সে কারণেই এবার আমার দেখা করার (প্রধানমন্ত্রীর সঙ্গে) সময় হচ্ছে না। ৩০ এপ্রিলের পরদিনই শ্রমিক দিবস। ২-৩ তারিখের মধ্যে ঈদ হবে। আমি সমস্তরকম অনুষ্ঠানেই থাকতে চাই। তাই এখানে আমাকে থাকতে হবে।” প্রসঙ্গত, ২০১৬ সালের পর ফের শনিবার বিচারপতিদের এই আলোচনা সভা হচ্ছে। সূত্রের খবর, এদিনের বৈঠকে দেশের আইনি পরিকাঠামো-সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে।

 

আরো পড়ুন:Narendra Modi: করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠকে কী বললেন মোদি?