রামপুরহাটকাণ্ডের পুনরাবৃত্তি রুখতে এবার রাজ্যের যুবকদের জন্য বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর (Mamata)।
রবিবার শিলিগুড়িতে প্রশাসনিক জনসভায় তিনি বলেন, এবার কেউ পুলিশকে দাঙ্গা বা গণ্ডগোলের আগাম খবর দিলে পুরস্কার দেবে সরকার।
এদিন মমতা বলেন, আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন এখানে ওখানে লাইন কেটে দিয়ে যেত।
খাবারে রোজ আরশোলা পাওয়া যেত। এখন কোথায় গেল আরশোলা? রেল লাইন কেটে দুর্ঘটনা ঘটানোর ষড়যন্ত্র করা হতো।
তখন আমি স্থানীয় যুবকদের বলেছিলাম। এই খবর কেউ আগে থেকে দিলে তাকে পুরস্কৃত করা হবে।
তেমন হলে সরকারি চাকরি দেওয়া হবে তাকে। চাকরি দিয়েওছি।
এর পরই মমতা বলেন, ‘কেউ যদি কোথাও কোনও গোলমাল হতে পারে বলে খবর পান তাহলে পুলিশকে জানান। আগাম খবর দিলে পুরস্কার
পাবেন। এখন সবার হাতে স্মার্টফোন। ছবি তুলে রাখুন। তার পর হোয়াটসঅ্যাপে আমাকে পাঠান।’
এর পর তিনি জানান, ‘দিদিকে বলো’ কর্মসূচির মতো একটি কর্মসূচি আনতে চলেছে রাজ্য সরকার।
যাতে যে কেউ ফোন করে সরাসরি খবর দিতে পারেন বা নিজের অভিযোগ জানাতে পারেন।
মুখ্যমন্ত্রী (Mamata) জানিয়েছেন, খবর দেওয়ার পরেও কোনও পুলিশ আধিকারিক পদক্ষেপ না করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।