ফের রাজ্যে সবুজের জোয়ার।বালিগঞ্জ ও আসানসোলের তৃণমূল প্রার্থীদের জয়ের ব্যবধান পরিষ্কার হতেই দুই কেন্দ্রের সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

 

শনিবার বেলা একটা নাগাদ ট্যুইটারে ভোটের ফলাফল নিয়ে মত প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।নিজের ট্যুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘ আসানসোল ও বালিগঞ্জে তৃণমূল প্রার্থীদের জয়যুক্ত করার জন্য সমস্ত ভোটারদের জানাই অভিনন্দন। আমাদের মা-মাটি-মানুষের সরকারকে এই উষ্ণ নববর্ষের উপহার দেওয়ার জন্য আপনাদের অভিনন্দন। আমাদের ভোটারদের স্যালুট যে তাঁরা আমাদের উপরে ভরসা রাখতে পেরেছেন।’

https://twitter.com/MamataOfficial/status/1515229520873209857?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1515229520873209857%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

 

 

প্রচারের একেবারে শেষের দিকে দুদিন দুই কেন্দ্রে প্রচার করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সেইছবি টুইট করে তিনি বলেছেন, বালিগঞ্জ এবং আসানসোলবাসীকে ধন্যবাদ জানাচ্ছেন তৃণমূল প্রার্থীদের ভলাবাসা এবং সমর্থন দেওয়ার জন্য। এই ফলফল বিদ্বেষ বিরোধিতায় ভারতকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল বলেও মন্তব্য করেছেন তিনি।

https://twitter.com/abhishekaitc/status/1515237127784583173?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1515237127784583173%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

 

 

আরো পড়ুন:Poila Baisakh:দেশবাসীর উদ্দেশ্যে নববর্ষের শুভেচ্ছা জানালেন মোদি ও মমতা