গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরেছে লখনউ সুপার জায়ান্টস। তবে উক্ত ম্যাচে হারলেও টি২০-তে ব্যক্তিগত নজির গড়লেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি২০-তে দ্রুততম ৬০০০ রানের মালিক হলেন তিনি। টপকে গেলেন বিরাট কোহলীকেও।

সূত্রের খবর, বেঙ্গালুরুর বিরুদ্ধে ৩০ রান করেন রাহুল (KL Rahul)। সেই সঙ্গে টি২০-তে ১৬৬ ইনিংসে ৬০০০ রান পেরিয়ে গেলেন তিনি। কোহলীর ৬০০০ রান করতে লেগেছিল ১৮২ ইনিংস। গোটা বিশ্বে রাহুল তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে টি২০-তে ৬০০০ রান করেছেন।

আরও  পড়ুন: Delhi Capitals: দিল্লি শিবিরে করোনা হানা

অন্যদিকে এই তালিকায় শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল। দ্বিতীয় স্থানে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।