দক্ষিণ আফ্রিকার দুর্ধর্ষ পেসার কাগিসো রাবাডা (Kagiso Rabada)। এ বারের আইপিএলে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে পঞ্জাব কিংসের হয়ে মাঠে নামতে পারেননি রাবাডা। কারণ ওই সময় তখনও তাঁর বিচ্ছিন্নবাস শেষ হয়নি। আজ শুক্রবার, নাইটদের সেই রাবাডারই মুখোমুখি হতে হবে।

সূত্রের খবর, পঞ্জাব কিংসের গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে নেটে এক মনে বল করে যাচ্ছেন রাবাডা (Kagiso Rabada)। ‍‘ভিস্যুয়াল এফেক্ট’-এর সৌজন্যে তাঁর হাত, শরীর ও ডেলিভারি করা বল থেকে আগুনের হল্কা বেরোচ্ছে। আর সেই সঙ্গে ক্যাপশনে লিখে দেওয়া হয়েছে, ‍‘‍‘চোখে আগুন, বোলিংয়েও। কাগিসো রাবাডা মাঠে বল গড়ানোর অপেক্ষায়।’’

আরও পড়ুন: Evin Lewis: চেন্নাই-লখনউ ম্যাচের সেরা এভিন লিউইস

ভিভিওটিতে একপ্রকার বুঝিয়েই দেওয়া হয়েছে যে, রাবাডা (Kagiso Rabada) তৈরি ২২ গজে শ্রেয়স আয়ার, অজিঙ্ক রাহানেদের পরীক্ষা নেওয়ার জন্য। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে পঞ্জাব কিংস তিন বিদেশিকে নিয়ে খেলেছিল। সেই ম্যাচে মায়াঙ্ক আগরওয়ালদের দলে বিদেশিদের মধ্যে ছিলেন, লিয়াম লিভিংস্টোন, ভানুকা রাজাপক্ষে ও ওডিয়ান স্মিথ।