সোমবার মুখোমুখি হয়েছিল কলকাতা-মুম্বাই। ওইদিন এ বারের আইপিএলে এখনও পর্যন্ত সেরা বোলিংটা করে গেলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চার ওভারে ১০ রান দিয়ে ৫ উইকেট নিলেন তিনি। ম্যাচের সেরাও হলেন ভারতীয় পেসার। উল্লেখ্য, তাঁর দল জিততে পারেনি।
ওইদিন কলকাতা নাইট রাইডার্স ৫২ রানে জয়লাভ করল মুম্বাইয়ের বিরুদ্ধে। তবে কলকাতা ব্যাট করার সময় বুমরার (Jasprit Bumrah) দুর্দান্ত বোলিংয়ের জন্যই ১৬৫ রানে আটকে গেল তারা। বুমরা ফিরিয়ে দেন নীতীশ রানা, আন্দ্রে রাসেল, শেল্ডন জ্যাকসন, প্যাট কামিন্স এবং সুনীল নারাইনকে। শেষ ওভারে মাত্র এক রান দিয়েছিলেন বুমরা। ডেথ ওভারে কেন তাঁকে সেরা বোলার বলা হয় তা একটি ম্যাচেই বুঝিয়ে দিলেন বুমরা।
আরও পড়ুন: Himashree Roy: নিজের রেকর্ড ভাঙলেন হিমাশ্রী রায়
তবে এই আইপিএলে মুম্বাই জিতলেও প্লে-অফে যেতে পারবে না। সোমবারের ম্যাচের আগে সেভাবে ছন্দে দেখা যায়নি বুমরাকে (Jasprit Bumrah)। কিন্তু কলকাতার বিরুদ্ধে তিনি ছিলেন স্বমেজাজে।