বিগত কিছু সময় ধরে ভারতীয় সিনেমা জগতে সবচেয়ে আলোচিত বিষয় ও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে “দ্য কাশ্মীর ফাইলস” (The Kashmir Files) নামক একটি সিনেমা। মূলত ১৯৯০ সালের কাশ্মীরি পণ্ডিতদের ওপর নির্মম ও অকথ্য অত্যাচারের কথা তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রী “দ্য কাশ্মীর ফাইলস” সিনেমা না দেখার জন্য আহ্বান করেছেন।

 

সেই সিনেমা নিয়েই এবার বাংলার শাসকদল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ হেনে প্রতিক্রিয়া দিলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শুধু তাই নয়,শনিবার ৫৪ জন সক্রিয় কর্মীদের নিয়ে “দ্য কাশ্মীর ফাইলস”(The Kashmir Files)সিনেমা দেখতে যাওয়ার আগে রাজ্য সরকারকে আক্রমণ করে সাংসদ জগন্নাথ সরকার বলেন, “পরিকল্পিতভাবে সিনেমাটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শাসকদল। মুখ্যমন্ত্রী পরোক্ষভাবে সিনেমাটি না দেখার জন্য আহবান করেছেন। তবুও মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সিনেমাটি দেখছেন। এতেই তিনি বিপদ সংকেত দেখছেন। তিনি দলের কর্মীদের কাজে লাগিয়ে সিনেমা হলের মালিকদের হুমকি দিচ্ছেন যাতে টিকিট না বিক্রি হয়। কিন্তু আমি বলব এটা কোনও কাহিনি নয়। বাস্তবে যা ঘটেছিল কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে সেটাই তুলে ধরা হয়েছে এবং এই বিষয়টি মানুষের দেখার প্রয়োজন আছে। তাই সবাইকে অনুরোধ করব যাতে এই সিনেমাটি সকলে দেখেন।”

 

মূলত “দ্য কাশ্মীর ফাইলস”(The Kashmir Files) সিনেমায় ১৯৯০ সালের কাশ্মীরি পণ্ডিতদের ওপর অত্যাচারের কথা তুলে ধরা হয়েছে এই সিনেমায়। প্রথম থেকেই বিতর্কের মুখে পড়েছিল এই সিনেমা।তবে ইতিমধ্যে বক্স অফিসে সাড়া ফেলেছে “দ্য কাশ্মীর ফাইলস”(The Kashmir Files)। ১০০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত ছবিটির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি শাসিত ছবিটির কর মকুব করা হয়েছে। তবে এই ছবিটি নিয়ে বিরুদ্ধ মতও রয়েছে। সূত্রের খবর, এই ছবি তৈরির পর থেকেই বিবেক অগ্নিহোত্রীর শত্রু ক্রমশ বাড়ছে। সিনেমার পরিচালককে বিভিন্ন দিক থেকে হুমকির কারণে ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করেছে স্বরাষ্ট্র দপ্তর।

 

আরো পড়ুন:Tathagata Roy : ‘কাশ্মীর ফাইলস ‘দেখে ঘুম হয়নি তথাগতর