ময়নাগুড়ি, শান্তিনিকেতন, নামখানা, নেত্রা ও পিংলা- রাজ্যের ৫টি ধর্ষণ এবং গণধর্ষণ কাণ্ডে কেস ডায়রি তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।একইসঙ্গে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্টও চাইল আদালত। আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই এহেন নির্দেশ আদালতের।পাশাপাশি আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে এই মামলায় নির্যাতিতা ও সাক্ষী সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মূলত এই ৫ ধর্ষণকাণ্ডের ঘটনায় আদালতে বিজেপির পক্ষ থেকে মামলা দায়ের করেছিলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। এর আগে উত্তর ২৪ পরগনায় দুটি, মালদহে একটি ও কলকাতায় একটি ধর্ষণের ঘটনায় কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে তিনটিতেই নির্যাতিতা নাবালিকা। এই ধর্ষণ কাণ্ডে তদন্তের নজরদারির দায়িত্ব আদালতের তরফে দেওয়া হয়েছে দয়মন্তী সেনকে।

এদিন মামলার শুনানিতে রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি। এবং সবকটি মামলার তদন্ত রিপোর্ট ও কেস ডায়েরি শুক্রবার জমা দেওয়ার নির্দেশ দেন।

 

আরো পড়ুন:Mamata : হাঁসখালি কান্ডে একের পর এক বিষ্ফোরক মন্তব্য মমতার