রামপুরহাট হত্যাকাণ্ডে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল।সেই তদন্তভার বহন করার পর এই প্রথম রামপুরহাটকাণ্ডে গ্রেফতার করল সিবিআই। তবে বাংলা থেকে নয়, রামপুরহাটকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার (Arrested) করা হয়েছে চার জনকে।

 

জানা যায় সিবিআইয়ের হাতে ধৃত চার জনের মধ্যে রয়েছে বাপ্পা শেখ ও সাবু শেখ নামে দুজন।ওই ঘটনায় করা এফআইআরে রয়েছে বাপ্পা শেখ ও সাবু শেখের নাম। বগটুইয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখ। বাপ্পা ও সাবু মূল অভিযুক্ত লালনেরই সঙ্গী বলে খবর। গ্রামবাসীদের অভিযোগ, অগ্নিকাণ্ডের ঘটনার দিন বগটুই গ্রামে তাণ্ডব চালিয়েছিল বাপ্পা শেখ ও সাবু শেখ। সূত্রের খবর, ওই ঘটনার পরদিনই ধৃত এই চারজন মুম্বই পাড়ি দেয়।

 

সিবিআই সূত্রে খবর, এই চার জনকে মুম্বাই থেকে ধরা হয়েছে। ঘটনার পর থেকে এরা পলাতক ছিল। বাপ্পা এবং সাবু দু’জনেই খুন হয়ে যাওয়া তৃণমূল নেতা ভাদু শেখের ছায়া সঙ্গী। অভিযোগ, গত ২১ মার্চ ভাদু খুনের পর তৃণমূল নেতার ডান হাত লালন শেখের নেতৃত্বে বাপ্পা শেখ এবং সাবু শেখ সহ ২০-২৫ ওই রাতে বগটুই গ্রামের একাধিক বাড়িতে হামলা চালায়। সোনা শেখের বাড়িতে সোনা শেখের স্ত্রী সহ সাত জনকে প্রথমে লাঠি, সাবল দিয়ে পিটিয়ে আহত করে তাদের উপর কেরসিন এবং পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনায় রামপুরহাট মেডিকেল কলেজে হাসপাতালে আরও একজন আগ্নিদগ্ধ মারা যান। তারপর থেকে লালন সহ সবাই পলাতক ছিল।

 

আরো পড়ুন:Bagtui Genocide:রামপুরহাট কাণ্ডে আজ থেকে শুরু বয়ান রেকর্ড প্রক্রিয়া