সিবিআই, ইডির পর আরও চাপে অনুব্রত মন্ডল। এবার গাড়িতে লালবাতি লাগিয়ে নতুন করে চাপে পড়লেন তৃণমূলের কেষ্টদা।জানা যায় অনুব্রতের সেই লাল বাতির ব্যবহার নিয়েই কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন তরুণজ্যোতি তিওয়ারি নামে বিজেপির এক আইনজীবী-নেতা। আদালত সূত্রে খবর, শীঘ্রই মামলাটির শুনানি হতে পারে।এবার এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) এই সিদ্ধান্ত মেনে নিয়ে বলেন অনুব্রতর কোনও এক্তিয়ার নেই গাড়িতে লালবাতি লাগানোর।

 

মূলত অনুব্রত মণ্ডলের দুটি গাড়ি আছে।একটি সাদা, অন্যটি কালো রঙের।এই দুই রঙের গাড়ির মাথাতেই শোভা পায় লাল রঙের আলো। আলো জ্বেলে জেলায় দাপিয়ে বেড়ালেও পুলিশ-প্রশাসনের কোনও কর্তাই অনুব্রত তথা কেষ্টর গাড়িতে লাল বাতি নিয়ে টুঁ শব্দটি করেননি। তবে কলকাতায় তাঁর লাল বাতি দেখে প্রশ্ন তুলেছিল সিবিআই। প্রতিক্রিয়া হয়েছিল নানা মহলেও। শুক্রবার হাই কোর্টে মামলা হওয়ার পরে অবশ্য বাতির ‘অপব্যবহার’ নিয়ে সরব হয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।

 

অনুব্রত যে লালবাতি ব্যবহার করতে পারেন না, সে কথা জানিয়ে ফিরহাদ বলেন, ‘যদি তিনি লাল বাতি ব্যবহার করে থাকেন, তা হলে অবিলম্বে তা খুলে দিতে হবে।’ মন্ত্রীর হুঁশিয়ারি, ‘নীল বাতি বা লাল বাতি নিয়ে কেউ গাড়ি ব্যবহার করলে গাড়ি আটক করা হবে।’

 

আরো পড়ুন:Anubrata Mondal : দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি