মঙ্গলবার দুর্ধর্ষ ইনিংস খেললেন ফ্যাফ ডুপ্লেসি (Faf du Plessis)। ওপেন করতে নেমে ৬৪ বলে ৯৬ রান করেন তিনি। মাত্র ৪ রানের জন্য হাতছাড়া হল শতরান। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে জেতানোর জন্য সেই ইনিংস যথেষ্ট ছিল।
লখনউকে হারিয়ে ম্যাচের সেরা ডুপ্লেসি (Faf du Plessis)। ম্যাচ শেষে তিনি বলেন, ‘‘আমার মধ্যে রানের খিদে ছিল। শেষ কয়েক ম্যাচে রান পাইনি, তাই এই ম্যাচে বড় রান করতে চাইছিলাম। আমি নিজের খেলাটা খেলেছি। যে ভাবে এই ম্যাচে খেলতে চেয়েছি সেটা পেরেছি। এই মাঠে ভাল বল করলে রান করা কঠিন ছিল। বল থেমে থেমে আসছিল। প্রথম তিন-চার ওভারে বল নড়াচড়া করছিল। শুরুতে আমাদের বিপদে ফেলে দিয়েছিল ওরা, কিন্তু আমরা শেষ পর্যন্ত ঠিক পথে চলতে পেরেছি। বোলাররা দারুণ খেলেছে এই ম্যাচে।’’
আরও পড়ুন: Umran Malik: উমরানকে ভারতীয় দলে খেলানোর দাবি
বিরাট কোহলী নেতৃত্ব ছেড়ে দেওয়ায় এ বারের আইপিএলে ডুপ্লেসিকে (Faf du Plessis) অধিনায়ক বেছে নেয় আরসিবি। তাঁর নেতৃত্বে দল এই মুহূর্তে পয়েন্ট তালিকায় রয়েছে দ্বিতীয় স্থানে।