ক্যারিবিয়ান ব্যাটার এভিন লিউইস (Evin Lewis)। গতকাল চেন্নাই-লখনউ এর ম্যাচে যেন ত্রাতা হয়ে দেখা দিলেন তিনি! তিনি যখন ব্যাট করতে নামলেন, তখন রীতিমতো বিপাকে পড়ে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। কয়েক বলের ব্যবধানে আউট হয়ে ফিরে গিয়েছেন কেএল রাহুল এবং মণীশ পাণ্ডে। তবে তা সত্ত্বেও ক্যারিবিয়ান ব্যাটারের ঝোড়ো ইনিংসের সৌজন্যে হারা ম্যাচ দাপটের সঙ্গে জিতে নিল লখনউ।

লিউইস (Evin Lewis) উইকেটে থিতু হয়ে রান তোলার চেষ্টা করেননি। প্রথম বল থেকেই আগ্রাসী মানসিকতা নিয়ে খেলছিলেন। ডি’কক যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ একটু হলেও ধীরগতিতে খেলছিলেন তিনি। ডি’কক ফিরতেই স্বমূর্তি ধারণ করলেন। ১৯তম ওভারে শিবম দুবেকে নিয়ে এসে ফাটকা খেলতে চেয়েছিলেন চেন্নাইয়ের অধিনায়ক রবীন্দ্র জাডেজা। কিন্তু ফাটকা তো দূর, সেই ওভারই কাল হয়ে দাঁড়াল চেন্নাইয়ের কাছে। ওই ওভার থেকে ২৫ রান নিলেন লিউইস। মারলেন দু’টি ছয়, দু’টি চার। ম্যাচ বেরিয়ে গেল ওখানেই।

আরও পড়ুন: CSKvLSG : চেন্নাইয়ের বিরুদ্ধে বড় জিৎ লখনও- এর

সূত্রের খবর, ম্যাচ শেষে লিউইস (Evin Lewis) বলেছেন, “খুব ভালো উইকেট ছিল। সুযোগ পেয়েছি। কাজে লাগিয়েছি। নিজের দক্ষতার উপরে জোর দিয়েছি।”