রাজ্যে উপনির্বাচন নিয়ে ছিল বেশ জলঘোলা। আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা করে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election Commission)৷ বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে৷ ১২ মার্চ দুই কেন্দ্রে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু, সেই সময় কোনও গেজেট বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সম্ভবত ভোটের দিনক্ষণ পিছনো হতে পারে বলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি৷ বৃহস্পতিবার উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন৷
আরও পড়ুন: Jasprit Bumrah: টেস্টে বোলারদের তালিকায় প্রথম পাঁচে বুমরা
গত বছর ৪ নভেম্বর রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। তিনি ছিলেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক।আবার, বিজেপি ছাড়ার পর তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়৷ তৃণমূলে যোগ দেওয়ার পরেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। ফলে এই দুই কেন্দ্রে উপনির্বাচন করতে হচ্ছে কমিশনকে। রাজ্য সরকারের তরফে প্রস্তুতির কথা জানানোর পরেই উপনির্বাচনের দিন ঘোষণা করে কমিশন (Election Commission)।
আরও পড়ুন: Jhulan Goswami: মহিলা ক্রিকেট বিশ্বকাপে নতুন রকর্ড ঝুলনের!