ফের একবার রাজ্য সরকারকে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।মূলত করোনা সংক্রমনের কারণে প্রায় দু’বছর বন্ধ ছিল রাজ্যের স্কুল। সম্প্রতি সংক্রমণ কমে আসায় স্কুলগুলি আবার ছন্দে ফিরতে শুরু করেছে, পড়ুয়ারা বিদ্যালয় মুখী হতে শুরু করেছে। কিন্তু গরমের কারণে দেড় মাসের গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছে পড়ুয়াদের।রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে। এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)।

 

ঠিক কী বলেছেন দিলীপ বাবু? জানা যায় মঙ্গলবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ ঘোষ বলেন,”দু’বছর পর স্কুল খুলেছে। সবেমাত্র পড়ুয়ারা স্কুলে যেতে শুরু করেছিল। বাবা মায়েরা চিন্তায় ছিলেন, বাচ্চাদের অভ্যাস বদলে যাচ্ছে বলে। এরইমধ্যে আবার গরমের ছুটি এতদিন।” তাঁর কথায়, এই প্রথম গরম পড়েছে এমনটা তো নয়।

 

দিলীপ ঘোষ বলেন,”রোদ নতুন হচ্ছে না। গরমও আগে পড়েছে। দু’ একজন হয়ত বলেছেন আর সঙ্গে সঙ্গে সব স্কুল ছুটি দিয়ে দিল। ভাবলও না ছাত্রদের কথা। তারা স্কুলে গিয়ে পড়বে বলে এত খরচ করে ভবন তৈরি হয়েছে। সেটা যদি ব্যবহার না হয় তবে আর কী হবে। নিজের মতো করে, রাজনীতির চিন্তা করে কেউ সিদ্ধান্ত নিলে তো ছেলেমেয়েদের ভবিষ্যত্‍টা খেলনা হয়ে যাবে।”

 

আরো পড়ুন:Dilip Ghosh:ফের রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপ ঘোষের