দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপর ক্রমশ কি ভরসা হারাচ্ছেন দলের শীর্ষ নেতৃত্ব!

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরে তেমন কোনো গুরুত্বই পেলেন না দিলীপ ঘোষ। সফরসঙ্গী যেমন হতে পারলেন না।

তেমনি বিএসএফের অনুষ্ঠানে আমন্ত্রণও পেলেন না। এমনকি দলের কোর কমিটির বৈঠকেও ডাক পেলেন না তিনি। যেখান থেকে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে দল উঠে দাঁড়িয়েছিল, এবার তাঁকে দেখা গেল না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গসফরে।

হেলিকপ্টারে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু

অধিকারী, বিএসএফের অনুষ্ঠান, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ, দলের কোর কমিটির বৈঠকেও তাঁরা উপস্থিত থাকলেন।

কিন্তু দিলীপ ঘোষকে (Dilip Ghosh) কোথাও দেখা গেল না। এমনকি দেখা গেল না লকেট চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্যের মতো নেতৃত্বদের।

ইতিপূর্বে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা কম, আবার অমিত মালব্যের পরিবর্তে কোন বর্ষিয়ান নেতাকে রাজ্য

বিজেপির দায়িত্বে আনার আর্জি জানিয়ে ছিলেন। তা শোনা হয়নি। এবার দলের কোর কমিটির বৈঠকেও তাঁকে আমন্ত্রণ জানানো হলো না।

বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। অনেকেই মনে করছেন

দলের আগামী দিনের মুখ হতে চলেছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এটাই পরিষ্কার বুঝিয়ে দিয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এর জন্যই হেলিকপ্টার থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি, দলের কোর কমিটির বৈঠক কোথাও ডাক পেলেন না দিলীপ ঘোষ।