এবার থেকে আর ৩০ মিনিট নয়, ১০ মিনিটে খাবার ডেলিভারি করবে জোম্যাটো(Zomato)। টুইটারে এমনটাই ঘোষণা করলেন জোম্যাটোর(Zomato) সিইও। জানা যাচ্ছে জোম্যাটো ইনস্ট্যান্ট এর মাধ্যমে মাত্র ১০ মিনিটে সরবরাহ করা হবে খাবার। তবে এই জন্য খাবারের মান ও ডেলিভারি বয়ের নিরাপত্তার সাথে কোন রকম আপস করা হবে না।

টুইটারে সোমবার জোম্যাটোর সিইও দীপেন্দর গোয়েল(Deepinder Goyal) জানিয়েছেন গরম খাবার তাড়াতাড়ি সরবরাহ করার জন্য বাজারে আনা হলো জোম্যাটোর(Zomato) এই নয়া সংস্করণ। এবার থেকে ১০ মিনিটের মধ্যেই জোম্যাটো বয় খাবার নিয়ে আপনার দরজায় উপস্থিত হবে।

তবে এই দশ মিনিটের মধ্যে কিন্তু সব রকম খাওয়ার পাওয়া যাবে না। টুইটের মাধ্যমে জানানো হয়েছে কয়েকটি বিশেষ খাবারের ক্ষেত্রেই এই দশ মিনিটের মধ্যে পরিবেশন সম্ভব হবে। পোহা, ব্রেড-অমলেট চা, কফি, মোমো, ম্যাগি ইত্যাদি খাবার ১০ মিনিটে পৌঁছে যাবে গ্রাহকের কাছে।

দশ মিনিটে খাবার পৌঁছে দেওয়ার ঘোষণায় অনেকেই ডেলিভারি বয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সংস্থার সিইও আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টিতে ডেলিভারি বয়দের নিরাপত্তা নিয়ে কোনোরকম আপস করা হবে না। সংস্থার দাবি ৩০ মিনিটের হিসেবে খাবারের ডেলিভারি এতদিন খুবই ধীর গতির ছিল। কিন্তু এবারে ৩০ মিনিটের জায়গায় চটজলদি ১০ মিনিটে পৌঁছে যাবে গরম খাবার। ভারতের ফুটবলের ক্যাটাগরিতে এই ধরনের ঘটনা এই প্রথম।