শুরু হয়েছে লাহৌর টেস্ট। খেলা চলছে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া। আর সেই টেস্টের আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ালেন অস্ট্রেলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নার (David Warner)। ক্রিজ ছেড়ে কিছুটা এগিয়ে ব্যাট করার জন্য দাঁড়াচ্ছিলেন ওয়ার্নার। তা নিয়ে আম্পায়াররা আপত্তি জানালে তাঁদের সরাসরি চ্যালেঞ্জ করেন ওয়ার্নার।
সূত্রের খবর, ঘটনাটি দ্বিতীয় ইনিংসের ২১তম ওভারের। ক্রিজ ছেড়ে কিছুটা এগিয়েই ব্যাট করছিলেন ওয়ার্নার (David Warner)। আর তা নিয়ে আপত্তি তোলেন দুই আম্পায়ার আলিম দার এবং এহসান রাজা। কারণ, বাইশ গজের গুরুত্বপূর্ণ অংশে ক্ষত সৃষ্টি হচ্ছিল।
আরও পড়ুন: IPL 2022: প্রথমবার আইপিএলের মঞ্চে বাংলার ছেলে ঋত্বিক
এক সংবাদ মাধ্যম সূত্রে খবর ওয়ার্নারকে (David Warner) আম্পায়ার রাজা বলেন, তোমাকে ঠিক জায়গায় দাঁড়িয়ে ব্যাটিং করতে হবে। ক্রিজের দিকে আরও সরে দাঁড়াও। আম্পায়ারদের এই নির্দেশই পছন্দ হয়নি ওয়ার্নারের। এর আগেই অবশ্য দুই আম্পায়ার ওয়ার্নারকে এক বার সতর্ক করেন। যদিও সেই সতর্কতাকে বিশেষ গুরুত্ব দেননি বাঁহাতি ব্যাটার।