হায়দ্রাবাদের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে দুর্ধর্ষ জয়লাভ করল চেন্নাই (CSK)। আজকের ম্যাচটি অনুষ্ঠিত হয় পুনে স্টেডিয়ামে (Pune Stadium)। টসে জিতে সানরাইজ হায়দ্রাবাদ (Sunrises Hyderabad)প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

প্রথমে ব্যাট এনেমি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) 20 ওভারে 2 উইকেটে 202 রান করে। ওপেনিং এ নেমে ঋতুরাজ গায়কোয়াড় (Rituraj Gaikwad) 57 বল 99 রান করে অসাধারণ একটি ইনিংস খেলেন। 1 রানের জন্য নিজের শতরান পূরণ না করতে পারলেও নিজের পারফরম্যান্সের জন্য সব ক্রিকেট প্রেমী মানুষের মন জয় করে। অন্যদিকে ডেভন কোনোই(Devon Conway) 55 বলে 85 রান করে অসাধারণ পার্টনারশিপ বজায় রাখে।

অন্যদিকে 203 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে সানরাইজ হায়দ্রাবাদ (Sunrises Hyderabad) ওপেনিং ব্যাটসম্যান অভিশেক শর্মা (Abhishek Sharma)(39 Runs in 24 Balls) ও কেন উইলিয়ামসন (Ken Williamson)(47 Runs in 37 Balls) একটি সুন্দর পার্টনারশিপ স্থাপন করে।

এরপর পরপর দুটি উইকেট পড়ে যাওয়ায় রানরেটে গতি অনেকটা কমে যায়, কিন্তু এরপর নিকোলাস পুরান 33 বলে 64 রান করে ম্যাচ কে নিজেদের দখলে রাখার চেষ্টা করে। কিন্তু অন্যদিকে তাকে সঙ্গ দেওয়ার মত কোন ব্যাটসম্যান না থাকায় শেষ পর্যন্ত 6 উইকেটে 189 রান পর্যন্ত পৌঁছাতে পারে হায়দ্রাবাদ।

2022 টাটা আইপিএলে এই প্রথমবার মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) কে CSK পিংকি অধিনায়কত্ব দিতে দেখা যায়। এবং এই ম্যাচে এই দুর্ধর্ষ জয়লাভ কে অনেকটাই ধোনি কৃতিত্ব বলে মেনে নিচ্ছে ক্রিকেট প্রেমী মানুষেরা।

Virat Kohli: অনুষ্কার জন্মদিনে আবেগপূর্ণ বার্তা কোহলীর