দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) শিবিরে আবারও করোনার হানা। আবারও এক বিদেশি ক্রিকেটার করোনা আক্রান্ত। বুধবার সকালে দলের সকলের আরটি-পিসিআর পরীক্ষা হয়। তাতেই নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার টিম সেইফার্টের পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। এই নিয়ে দিল্লির দু’জন বিদেশি ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন।
দিল্লির (Delhi Capitals) ব্যাটার সেইফার্টের পরীক্ষার ফল পজিটিভ হওয়ায় দিল্লি শিবিরে আতঙ্ক আরও বাড়ল। বুধবার সকালে দিল্লির প্রত্যেক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের আরটি-পিসিআর টেস্ট করানো হয়েছে। এই নিয়ে দিল্লি ফ্র্যাঞ্চাইজির মোট দু’জন ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন। আগেই মিচেল মার্শ-সহ দিল্লির চার জন করোনা আক্রান্ত হন। তার পর থেকেই সতর্কতা হিসেবে দিল্লির দলের সকলের প্রতিদিন আরটি-পিসিআর পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। আক্রান্তদের বিচ্ছিন্নবাসে পাঠানো হয়। দিল্লি ক্যাপিটালস-পঞ্জাব কিংস ম্যাচ পুণে থেকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: Faf du Plessis: লখনউ-বেঙ্গালুরু ম্যাচে সেরা ডুপ্লেসি
সত্রের খবর, বুধবারই দিল্লি-পাঞ্জাব ম্যাচ রয়েছে আইপিএলের সূচি অনুযায়ী। সতর্কতা হিসেবে বিকালে দিল্লির (Delhi Capitals) সব ক্রিকেটারের আবার আরটি-পিসিআর পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।