বাজেট অধিবেশনের প্রথম দিনে বিধানসভায় (assembly) বিজেপি বিধায়কদের প্রবল বিক্ষোভ।

রাজ্যপাল ধনখড়ের ভাষণে সাম্প্রতিক ঘটনা স্থান না পাওয়ার অভিযোগেই এই বিক্ষোভ বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিধানসভার (assembly) মধ্যেই দুই মন্ত্রী-সহ তৃণমূলের একাধিক মহিলা বিধায়ক রাজ্যপালকে হেনস্থা করেছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেছেন, বিজেপি রাজ্যপালের প্রতি শ্রদ্ধাশীল। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যা চেয়েছেন, তাই রাজ্যপালকে পড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যপালে বক্তৃতার কপিতে নেই ভোটলুটের কথা। সেখানে নেই কর্মসংস্থান এবং জমি নীতির কথাও।

অবসরপ্রাপ্তদের নিয়ে কোনও দিশা নেই। রাজ্যপালের বাজেট বক্তৃতা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও অভিযোগ করেছেন তিনি।

তিনি বলেছেন, সল্টলেকে স্বর্গীয় দ্বিজেন মুখোপাধ্যায় এবং খড়দহে তৃণমূলের প্রাক্তন পুর চেয়ারম্যান স্বর্গীয় তাপস পালও ভোট দিয়েছেন।

কোন্ননগরে বিজেপি প্রাক্তন সহ সভাপতি কৃষ্ণা ভট্টাচার্যের ওপরে আক্রমণের কথাও উল্লেখ করেন এদিন। শুভেন্দু অধিকারী বলেন, এই ভোট মানেন না।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন বিধানসভার মধ্যে রাজ্যপাল জগদীপ ধনখড়কে হেনস্থা করেছেন তৃণমূলের মহিলা বিধায়করা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতেই এই ঘটনা সংগঠিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।