কেন রাজ্যে পাটশিল্প ধ্বংসের মুখে তার কারণ স্পষ্ট করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)।ঠিক কি বলেছেন তিনি।
জানা যায় ব্যারাকপুরের বিজেপি সাংসদ পাটশিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেই সরব হয়েছেন। তিনি বলেন, ‘জুট কর্পোরেশনের দুর্নীতির কারণেই পাটশিল্প ধ্বংসের মুখে। ১৩ ডিসেম্বর আমি ও লকেট জুট কর্পোরেশনের সঙ্গে বৈঠক করেছি।সরকারি বৈঠকের মিনিটস কেন প্রকাশ করা হচ্ছে না? প্রত্যেক টনে আড়াই হাজার টাকা ক্ষতি করে কতদিন চলবে জুটমিল? ইতিমধ্যেই ১৪টি কারখানা বন্ধ হয়েছে, আরও ১০টি বন্ধ হবে। ধারাবাহিক ভাবে পাটশিল্পকে ধ্বংস করার চেষ্টা চলছে। জুট কর্পোরেশনের কর্তা মলয় চক্রবর্তী প্লাস্টিক লবিকে ঢোকানোর চেষ্টা করছেন। ব্যারাকপুরে এখন মাত্র ১৭টি জুটমিল চালু আছে।’
মূলত গত কয়েকদিন ধরেই কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। সুর চড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের বিরুদ্ধে। এবার জুট কমিশনারের অফিসে ধর্নার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা। তবে কী কেন্দ্রের সঙ্গে দূরত্ব বাড়াতে চলেছেন তিনি?এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা।
আরো পড়ুন:Narendra Modi:মোদীকে ঘৃণার রাজনীতি বন্ধের অনুরোধ শতাধিক আমলার