এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হল অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। সিটি অ্যাঞ্জিও করতে রামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হল বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে।

 

সূত্রের খবর বুধবার তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম- এরই আনেক্স রামরিক হাসপাতালে। তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল অ্যাম্বুলেন্সে। তিনি ভুগছেন উচ্চ রক্তচাপ, স্লিপ অ্যাপনিয়া, আন্ডকোষ সংক্রমণে। আশঙ্কা ছিল অস্ত্রপচার করে বাদ দেওয়া হতে পারে দুটি অণ্ডকোষ। তবে সংক্রমণ কমায় তা হচ্ছে না।

 

প্রসঙ্গত, জানা গিয়েছে, অনুব্রত ৬ মিনিটের হাঁটার ওপর পরীক্ষা করে দেখা যাচ্ছে মাত্র ৭২ মিটারের বেশি হাঁটলেই কমে যাচ্ছে অক্সিজেন স্যাচুরেশন। সঙ্গে সঙ্গে দিতে হচ্ছে অক্সিজেন। সূত্রের খবর, তাঁর ফুসফুসে এখনও জমে আছে জল। তাঁর দুটি অণ্ডকোষেই জমে আছে পুঁজ। তাই আপাতত তাঁকে হাসপাতালেই রাখতে চাইছেন চিকিত্‍সকরা।

 

আরো পড়ুন:State Government:বাংলার পাঁচ মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের হাতে আর্থিক সাহায্য প্রদান রাজ্যের