অনুব্রত মন্ডলকে বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার (Swapan Majumdar)।আর তার এমন মন্তব্যের পরই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

 

সূত্রের খবর রবিবার বিজেপির একটি কর্মসূচিতে বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার বলেন, ”অনুব্রত মণ্ডলকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। কারন, অনুব্রতকে ফিরতে দিলে সে যদি সিবিআই এর কাছে মুখ খুলে দেয়। তবে মমতা, অভিষেক, পার্থ সব বড়বড় রথি-মহারথীদের জেলে যেতে হবে।”

 

চাঁদপাড়ায় দাঁড়িয়ে বিজেপি বিধায়কের আরও দাবি, ”বগটুই ঘটনার মাস্টারমাইন্ড অনুব্রত মণ্ডল। এখন উডবার্ন ওয়ার্ডে শুয়ে আছে। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত কে ওই উডবার্ন ওয়ার্ডে থেকে ফিরতে দেবে না। কারণ, যদি তাঁকে ফিরতে দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যত কুকর্ম আছে সব সিবিআই এর কাছে উগরে দিতে হবে।”তিনি অনুব্রত কে আক্রমণ করে বলেন, উডবার্নে ভর্তি হয়ে সিবিআই এর হাত থেকে পার পাওয়া যাবে না। আদালত রায় দিয়েছে। আগামী দিনে রাজ্যের জনগন পেঁদিয়ে উডবার্ন থেকে বের করে দেবে।

 

আরো পড়ুন:Dilip Ghosh : ভোট গণনার দিন বাবুল সুপ্রিয়কে তোপ দিলীপ ঘোষের