পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিতে বাম শ্রমিক সংগঠন সি আই টি ইউ ইউ এর ডাকা দু’দিনের সাধারণ ধর্মঘটের (Strike) প্রথম দিনে বিক্ষিপ্ত অশান্তির ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে।কলকাতার বিভিন্ন রাস্তায় বাম কর্মীসমর্থকদের প্রতিবাদ কর্মসূচিতে বন্ধ হয় যান চলাচল।

 

 

জানা যায়,কোথাও মিছিল, কোথাও অবরোধ, কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। গোলপার্কে গার্ডরেল দিয়ে রাস্তা অবরোধ করেন বাম সমর্থকরা, এমনকি টায়ার জ্বালানো হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়েছে বলে খবর। বাগুইআটিতে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। যাদবপুরে ট্রেন অবরোধ করেন ধর্মঘটীরা। ফলে ব্যহত হয় ট্রেন চলাচল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, পুলিশ একজনকে আটক করেছে বলেও খবর। অন্যদিকে, দমদম মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখায় সিটু সমর্থকরা।

 

 

সব মিলিয়ে জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি ছবি দেখা যায় সোমবার সকাল থেকেই। কোচবিহারে সরকারি বাস লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ ওঠে বন্‌ধ সমর্থকদের বিরুদ্ধে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটি। বিভিন্ন জেলায় বলপূর্বক দোকানপাট বন্ধ করে দেওয়ার অভিযোগও উঠছে বামেদের বিরুদ্ধে। তাই বলাবাহুল্য বামেদের বিক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া বাংলায়।

 

আরো পড়ুন:Mamata : রাজ্যের যুবকদের জন্য বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর