বিজেপি প্রার্থী তথা আসানসোলের বিধায়ক (Agnimitra Paul) অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা। আসানসোলের বারবানি এলাকায়।

এই হামলা হয়েছে এবং অভিযোগের তির তৃণমূল কর্মীদের দিকে।

অভিযোগ, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে পাথর বৃষ্টির পাশাপাশি লাঠির বাড়িও দেওয়া হয়। আহত হন তাঁর নিরাপত্তা রক্ষী।

ঘটনা বারাবনির ১৭৫ নং বুথের। এদিন বুথে প্রিসাইডিং অফিসার না থাকায় প্রশ্ন তুলতেই অগ্নিমিত্রাকে ঘিরে বিক্ষোভ শুরু হয় বলে অভিযোগ।

পুলিশের সামনেই তৃণমূল তাকে হামলা করেছে বলে অভিযোগ তোলেন তিনি। পাল্টা বিক্ষোভকারীদের অভিযোগ, অগ্নিমিত্রা (Agnimitra Paul) সঙ্গে গুন্ডা নিয়ে এসেছিলেন।

উল্লেখ্য, কেবলমাত্র এই বুথেই নয়, এর আগেও আসানসোল লোকসভা কেন্দ্রের ২৪১ নম্বর বুথে পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে।

খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সেখানেও পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন তিনি।

পুলিশকে তৃণমূলের ক্যাডার এবং চটি চাটা বলেও কটাক্ষ করেন বিজেপি প্রার্থী।

তিনি প্রশ্ন তোলেন, কেন তার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না? পুলিশ কেন সেটা দেখছে না?

পাল্টা কেন্দ্রীয় বাহিনী নিয়ে বোর্ডে ঢোকার অভিযোগ ওঠে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে।

বুথে সশস্ত্র নিরাপত্তা রক্ষী নিয়ে ঢোকার অভিযোগে কমিশনের কাছে নালিশ জানায় তৃণমূল।