কয়লাপাচার কাণ্ডে ইডির নোটিসে সাড়া দিয়ে এক দিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছে যাচ্ছেন।সোমবার এবং মঙ্গলবার পরপর দুই দিন দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার কথা তাঁদের। কিন্তু রবিবারই সস্ত্রীক দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক এবং তার স্ত্রী।

 

তবে অভিষেক ও রুজিরাকে দিল্লিতে ডেকে পাঠিয়ে ইডির জিজ্ঞাসাবাদের এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে বাংলার শাসক দল।

 

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দিল্লি হাই কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আবেদন খারিজ করে দিলেও আইন মেনেই ইডির জেরার মুখোমুখি হতে দিল্লিতে যাচ্ছেন অভিষেক ও রুজিরা। এর আগেও দিল্লিতেই ইডি টানা আট ঘণ্টা জেরা করেছিল অভিষেককে। পরে অভিষেকের স্ত্রী রুজিরা ও অভিষেকের ব্যক্তিগত সচিবকেও জেরা করে ইডি। তারপরেও আবারও দুইজনকে তলব করেছে ইডি। তবে অভিষেক ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজেই জানিয়েছেন ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের যে কোনও প্রশ্নের উত্তর দিতে তিনি প্রস্তুত। আর এই ঘটনাকে ঘিরেই এখন চর্চা শুরু হয়েছে জাতীয় স্তরের রাজনীতিতেও।প্রসঙ্গত, আর্থিক তছরুপের ঘটনায় অভিষেককে ডাকায় তিনি নিজেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছিলেন, আমার উপর কোনও দিন কেউ এমন দোষ চাপাতে পারবে না। তাছাড়া যদি সত্যিই করেই থাকি এমন কাজ তাহলে সকলের সামনে একটা প্রমাণ এনে দেখাক কেন্দ্রীয় সংস্থা।

 

আরো পড়ুন:Medinipur: রাজনৈতিক মতোবিরোধ ভুলে একই মঞ্চে দিলীপ-জুন