তীব্র গরমে মৃত্যু সেনা জওয়ানের!মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদা জেলায়।

মালদার মানিকচক ব্লকের চৌকি মীরদাদপুর অঞ্চলের বিষনপুর এলাকায় বাড়ি ওই সেনা জওয়ানের নাম রিন্টু মন্ডল।বয়স ৩৮ বছর।তার পরিবারে রয়েছে,বিধবা মা গীতা মন্ডল, স্ত্রী সোনালী মন্ডল,এবং দুই মেয়ে।১০ বছরের রাধিকা মন্ডল ও ৭ বছরের সারিকা মন্ডল।

পরিবার সূত্রে জানা গিয়েছে,- মৃত সেনা জোয়ান লাদাখে কর্মরত ছিলেন। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় শিলিগুড়িতে চিকিৎসা চলছিল। চিকিৎসার পর সুস্থ হয়ে গেছিলেন। পোস্টিং হয়েছিল কলকাতার কাঁচরাপাড়া। শিলিগুড়ি থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন ব্রেকিং সময়ে। ঠিক সেইসময় ফোনে কথা বলছিলেন তিনি।স্ত্রীকে বলেছিলেন,- গরমে খুব কষ্ট হচ্ছে,যেনো প্রাণ চলে যাবে।এরপরই ঘটে মর্মান্তিক ঘটনা।

জানা গিয়েছে,ওই সেনা জোয়ানের মৃত দেহ পাওয়া যায় রামপুরহাট রেলস্টেশনে। সেখানকার জিআরপি মৃতদেহ উদ্ধার করে সেনা জওয়ান এর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। সংশ্লিষ্ট আধিকারিকগণ মৃতদেহ বাড়ি নিয়ে আসেন। ধর্মীয় রীতিনীতি মেনে মানিকচক ঘাটে সৎকার করা হয়।

এদিকে,এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদা জেলা জুড়ে।

 

আরো দেখুন:Weather Update:অঝোর বৃষ্টি, সঙ্গে তীব্র ঝোড়ো হাওয়ার দাপট!মঙ্গলবারও কি একই থাকবে আবহাওয়া?বড় আপডেট দিল আবহাওয়াবিদরা!