আর মাত্র কয়েক ঘণ্টা! আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল!আতঙ্কের প্রহর গোনা শুরু সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলে।

২০২১-এ ইয়াস এসেছিল ২৬ মে। ঘটনাচক্রে, আজ, রবিবার একই দিনে রেমালেরও আছড়ে পড়ার কথা। সুন্দরবনের বুক জুড়ে ইয়াসের ক্ষত এখনও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।এ বার রেমাল কী করবে, তা নিয়েই উদ্বেগ বাড়ছে।

ইতিমধ্যেই মানুষকে সতর্ক করার জন্য সুন্দরবনের উপকূলবর্তী এলাকার মাইকিং প্রচার করছে প্রশাসনের পক্ষ থেকে। প্রতিটা ব্লকে জাতীয় মোকাবেলা বিপর্যয় টিম ও রাজ্য মোকাবেলা বিপর্যয় টিম ইতিমধ্যে ১২ টা জাতীয় মোকাবেলা দল প্রস্তুত রয়েছে। সন্দেশখালি হিঙ্গলগঞ্জ এ বাড়তি নজর রয়েছে।এছাড়াও ৫০ হাজার পানীয় জলের প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত পরিবারে শুকনো খাবার প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে।সবরকম প্রস্তুত সরকার।তবুও চিন্তায় মাথায় হাত সুন্দরবন এলাকার মানুষের।

 

আরো দেখুন:Weather Report:ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল?লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরির প্রবল আশঙ্কা বাংলায়?বড় আপডেট দিল আবহাওয়াবিদরা