এই বছর অভিনেত্রী শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra) মেয়ে ঐশী আইএসসি (দ্বাদশ) পরীক্ষায় দারুন ফল করেছেন। তবে তিনি সর্বদাই প্রচার বিমুখ থাকতে ভালোবাসেন। ফেসবুক বা রিল নয়, তার পছন্দ কাফকা ও মুরাকামি। আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী নিজেই জানিয়ে দিলেন মেয়ের প্রাপ্ত নম্বর। মডার্ন হাই স্কুলের ছাত্রী ঐশী তিনটি বিষয়ে ৯৮-এর উপর নম্বর। বাংলাতেও ৯৮। শতাংশের হিসাবেও তাই-ই।
শ্রীলেখার (Sreelekha Mitra) কথায়, ‘‘আমি ভীষণ খুশি যে, ও একজন সচেতন মানুষ হতে পেরেছে। ও আসলে এখনকার ছেলেমেয়েদের মতো রিল বানায় না। সমাজমাধ্যমেও নেই। বরং বই, থিয়েটার নিয়েই থাকে। বেয়াদপ নয়, মুখে মুখে তর্ক করে না। আমার ট্যাব চাই, নোটপ্যাড চাই, অমুক তমুক…. বলতেই শুনলাম না! বরং বই দিলে খুশি হয়। ওর জাগতিক বিষয়ে তেমন আগ্রহ নেই। জীবনে কারও কাছ থেকে উপহার চায়নি। আসলে আমরা লোভী নই, যেটুকু আছে সেটা সম্বল করেই বাঁচতে ভালবাসি।’’ মনোবিজ্ঞান কিংবা থিয়েটার নিয়ে পড়বেন ঐশী। আর তার জন্যই শহর ছেড়ে ব্যাঙ্গালোর যাওয়ার পরিকল্পনা আছে তার।
আরও পড়ুন: Ushasi Ray: কার্তিক আরিয়ানের সাথে অভিনয়ের ডাক কেনো ফিরিয়ে দিলেন ঊষসী?
Image source-Google