বিগত কিছু সময়ে ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন রিঙ্কু সিং। সীমিত সুযোগে নিজেকে প্রমাণও করেছেন। ক্রিকেট বিশেষজ্ঞরাও ধরে নিয়েছিলেন রিঙ্কু জায়গা পাকা।
গত আইপিএলে যশ দয়ালের শেষ ওভারে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে দলকে জেতানো দিয়ে শুরু। রাতারাতি নায়ক হয়ে গিয়েছিলেন রিঙ্কু সিংহ। কলকাতা নাইট রাইডার্সের ফিনিশার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন দ্রুত। চাপের মুখে বরফশীতল স্নায়ু, ক্লিনহিটের দক্ষতা, দলের সম্পদ হয়ে উঠেছিলেন উত্তর প্রদেশের বাঁহাতি তারকা। অচিরেই জাতীয় দলে ডাক। ভারতীয় দলের জার্সিতেও নজরকাড়া পারফরম্যান্স। সকলে ধরেই নিয়েছিলেন যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ডাক পাবেন কেকেআর তারকা।
কিন্তু জাতীয় নির্বাচকেরা তা মনে করেননি। রিঙ্কুকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে রাখেনি অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।এরপরই উঠছে সমালোচনার ঝড়!
যদিও এই পরিস্থিতিতে তরুণ ক্রিকেটারকে আগলে রাখার দায়িত্ব নিয়েছেন আর কেউ নন, স্বয়ং কিং খান। কেকেআর মালিক শাহরুখ খান রিঙ্কুকে মানসিকভাবে তরতাজা রাখার চেষ্টা করছেন।
তবে কেন বাদ পড়লেন রিঙ্কু সিং?
এই প্রসঙ্গে অজিত আগরকার জানান,— রিঙ্কু সিংকে দলে না নেওয়াটা সবচেয়ে কঠিন ছিল। রিঙ্কু সিংয়ের কোনো দোষ ছিল না। সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র টিম কম্বিনেশন অনুযায়ী। রোহিত একটি অতিরিক্ত স্পিন বোলিংয়ের বিকল্প চেয়েছিলেন।যদিও এই ব্যাখ্যায় একটুও সন্তুষ্ট নন নেটিজেনরা।
আরো দেখুন:BJP:মদন মিত্রের মন্তব্যের পাল্টা জবাবে দাদা বলে সন্বর্ধন করে কটাক্ষ করলেন শীলভদ্র দত্ত!