ফিতে কেটে উৎসবের আমেজে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারকে পুনরায় নির্বাচিত করার জন্য বৃস্পতিবার ফের দুটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন হলো বিধাননগর পৌরনিগমের ১২ নম্বর ওয়ার্ডে।
লক্ষ শুধুই উন্নয়ন,উন্নততর দেশ গঠন।আর উন্নয়নের মূল চাবিকাঠি কাকলি ঘোষ দস্তিদারকে ৫ হাজারেরও বেশি ভোটে জয়যুক্ত করার জন্য বিধাননগর পৌরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা আজিজুল হোসেন মন্ডল এবং বর্তমান পৌর মাতা মমতা মণ্ডলের উদ্যোগে ইতিমধ্যেই শুরু করেছে বাড়ি বাড়ি প্রচার,পথ সভা।একইসঙ্গে চলছে একের পর এক নির্বাচনী কার্যালয় উদ্বোধন।এরইমধ্যে বৃহস্পতিবার ন’পাড়া পঞ্চানন তলার কাছে ফের আরো একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন আজিজুল এবং মমতা।আর প্রাক্তন এবং বর্তমান পৌর প্রতিনিধির সঙ্গে এই কর্মযজ্ঞে সামিল হন,- উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তারক চক্রবর্তী,১২নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী,বিশিষ্ট সমাজসেবী নাজির হোসেন মণ্ডল,১২ নম্বর ওয়ার্ড সচিব অষ্টম খামরুই,নবনির্মিত এই কার্যালয়ের সভাপতি সাগর সিংহ রায়,একনিষ্ঠ কর্মী রাজীব সিংহ রায়,সৌম সিংহ রায়,নিতাই পাল সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা।
অন্যদিকে এদিন আরো একটি কার্যালয় উদ্বোধন করেন আজিজুল—মমতা।পূর্ব পাড়ায় তিন মাথার মোড়ে ফিতে কেটে উদ্বোধন হয় এই নবনির্মিত নির্বাচনী কার্যালয়।
উদ্বোধনী এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন,- অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বিধাননগর পৌরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা আজিজুল হোসেন মন্ডল এবং বর্তমান পৌর মাতা মমতা মণ্ডল,উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তারক চক্রবর্তী,১২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী,বিশিষ্ট সমাজসেবী নাজির হোসেন মণ্ডল সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা।
সব মিলিয়ে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কর্মী বৃন্দদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে।যা ছিল সত্যি চোখে পড়ার মতো।