৬ দিন জল আসছে না!জলের দাবিতে লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের!চাঞ্চল্য পানিহাটিতে!
২০১৯-এর ভোটপ্রচারে বেরিয়ে তৃণমূলের দমদম কেন্দ্রের প্রার্থী সৌগত রায় পানিহাটি পুরসভার মানুষদের আশ্বাস দিয়ে ছিলেন ভোটে জিতে ৬০ দিনের মধ্যে পানিহাটির বাড়ি বাড়ি ২৪ ঘন্টা পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করবেন। সৌগত জেতেন, তারপর পাঁচ বছর পেরিয়ে গেছে, এবারও দমদম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী সৌগত রায়।
কিন্তু জলের সমস্যা মেটেনি। তাই এবার জলের দাবিতে তৃণমূল প্রার্থী সৌগতকে ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয়রা।
সোমবার সকালে পানিহাটি পুরসভার ৩৪নং ওয়ার্ড-এর কদমতলা মোড়ে জলের দাবিতে খালি বালতি হাতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। আর প্রচারে বেরিয়ে সেই বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল প্রার্থী। স্থানীয় মানুষের অভিযোগ ৬দিন ধরে জল পাচ্ছেন না তারা। কেন এই সমস্যা? প্রশ্ন তোলেন স্থানীয়রা।ঘটনাকে কেন্দ্র উত্তপ্ত হয় এলাকা।যদিও এরপর আবারও সৌগত রায়ের আশ্বাস পেয়ে বাসিন্দারা অবরোধ তুলে নেয় স্থানীয়রা।এখন এই বিক্ষোভের পর আদেও সমস্যা মেতে কিনা?কতটা পাশে এসে সরকার দাঁড়ায় সেইটাই দেখার!