বসন্ত উৎসব মানেই বাঙালি তথা সমগ্র ভারতবাসীর মনের এক রঙীন স্বপ্নের দিন। বসন্তের কোকিল যেমন মনের আনন্দে এই সময় মুক্ত আকাশে উড়ে বেড়ায়, ঠিক তেমনই ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্তের কবিতার আবহে আজকের দিনে রঙের আনন্দে মেতেছে গোটা দেশ।
আর রবিবারই এই বসন্ত উৎসবে,রঙের আঙিনায় মেতে উঠেছিল বিধান নগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ড।সোমবারও তার ব্যতিক্রম হলো না।
সোমবার বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল এবং বর্তমান পৌরমাতা মমতা মণ্ডলের উদ্যোগে এবং big bang dance academy র পরিচালনায় প্রথমে ১২ নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।যেখানে হলুদ রঙের শাড়ি পড়ে নৃত্য পরিবেশনের মাধ্যমে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এদিন big bang dance academy গ্রুপের সকলে।আর তাদের সঙ্গে এই পুরো শোভাযাত্রায় পা মেলান প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল।এরপর আবির মাখিয়ে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন এদিনের এই বসন্ত উৎসবে উপস্থিত সকলে।অর্থাৎ বলাবাহুল্য হইহুল্লোড়ের সঙ্গে এবং নাচ গানের মাধ্যমে সম্প্রীতির এক বাতাবরন বয়ে গেলো এদিন বিধান নগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডে।
আরো দেখুন:Holi 2024:বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডে সম্প্রীতির ছোঁয়া হোলির উত্সবেও