সিএএ এর বিরোধিতা করে বাগদার হেলেঞ্চাতে পথ অবরোধ মতুয়া সম্প্রদায়ের!লোকসভা ভোটের মুখেই রাজনৈতিক ডিভিডেন্ড তুলতে দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন চালু করেছে কেন্দ্র।যা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল।দফায় দফায় বিক্ষোভ চলছে।এবার সিএএ এর বিরোধিতা করে বাগদার হেলেঞ্চাতে পথ অবরোধ মতুয়ারা।

সিএএ দেশে লাগু হবার পরে মতুয়াদের একাংশ খুশি হলেও সিএএ এর বিরোধিতা করে একাংশের মতুয়ারা পথেও নেমেছে । মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বাগদা থানার বনগাঁ বাগদা সড়কের হেলেঞ্চাতে সিএএ মানছি না মানবো না লেখা ফ্লেক্স নিয়ে ডঙ্কা কাশি বাজিয়ে পথ অবরোধ করে মতুয়ারা।

আন্দোলনকারী মতুয়াদের দাবি,- আমরা নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলাম,এই নাগরিকত্ব আমরা চাইনি। আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে পথে নামব আমরা। এরপর ৩০ মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে বনগাঁ বাগদা সড়ক।অবশ্য পরবর্তীতে অবরোধ তুলে নেয় মতুয়ারা।

 

 

আরো দেখুন:তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠলো পানিহাটি পৌরসভার ১০নং ওয়ার্ডে জুয়েলারি দোকানের কারখানা ঘরের তালা ভেঙে লুটের অভিযোগ