ফের রাজ্যে প্রতারণার অভিযোগ।এবার বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডে এমন প্রতারণার অভিযোগ সামনে এলো।

সূত্র মারফত জানা গিয়েছে,১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঝাউতলা চপ গুলির পাশে বাপি বিশ্বাস নামক একজন দোকানদারের বিরুদ্ধে,১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এক আমূল ডিস্ট্রিবিউটারের কাছ থেকে ৩৭,৪৩৬ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে।

অভিযোগ,২০২৩ সালের জানুয়ারি মাসে ওই দোকানদার আর্থিক নানান সমস্যার কথা বলে দীর্ঘদিন ধরে ওই ডিস্ট্রিবিউটারের কাছে কিছু করে টাকা ধার করতে থাকে।এই ঘটনা অনেকদিন ধরে চলতে থাকে।কিন্তু দীর্ঘদিন হয়ে গেলে,ওই ব্যক্তির আর্থিক অবস্থা সচ্ছল হওয়ার পরেও,সেই পুরোনো টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেই বাপি নামক ওই ব্যক্তি।এরপর ১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আজিজুল হোসেন মন্ডলকে ওই প্রতারিত ডিস্ট্রিবিউটার পুরো বিষয়টি জানালে,তিনি পুরো বিষয়টি লিখিত আকারে নেওয়ার পর,আশ্বস্ত করেছেন এই বিষয়ে সহযোগিতা করার।তবে এরপরেও ওই ব্যক্তি টাকা দেওয়ার কোনরকম ইচ্ছা প্রকাশ করছেন না বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এই ব্যক্তির নামে আগেও এমন ভুঁড়িভুঁড়ি অভিযোগ আছে।এইভাবে তিনি অনেকের কাছে ধার করা টাকা আর দেননি।

 

 

আরো দেখুন:Malda:বেসরকারি বাস চালককে মারধরের অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে!দুর্ভোগে যাত্রীরা!চাঞ্চল্য মালদায়