স্কুল থেকে ঢিল ছোড়া দূরত্বে খোলা হয়েছে মদের দোকান। ফলে একদিকে পড়াশোনা লাঠে ওঠার আশঙ্কা করছেন অভিভাবকেরা অন্যদিকে পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলা এবং পুরুষরা!চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদায় (Malda)!

মালদার ইংলিশ বাজার ব্লকের কোতুয়ালি অঞ্চলের লিচু মোড় এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক মাস আগে থেকেই তারা এই মদের দোকান যাতে এই এলাকায় না খোলা হয় তার জন্য প্রতিবাদ জানিয়ে এসেছিলেন। কিন্তু তারপরও খোলা হয়েছে মদের দোকান। দোকানটি সরকারি লাইসেন্স প্রাপ্ত।তবে এলাকার পরিবেশ নষ্ট হবে এই মদের দোকান থাকলে,এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এরই প্রতিবাদে আজ মালদা রতুয়া রাজ্য সড়কের লিচু মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। যদিও পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

 

আরো দেখুন:Mamata Banerjee:মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনের মাধ্যমে সূচনা হলো কামারহাটি থেকে পিটুরিঘাট ফেরিঘাটের গ্যাংওয়ে এবং পনটুন জেটির