আগামীকাল রয়েছে ব্রিগেডে জনগর্জন সভা।মূলত,একশ দিনের কাজ প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের পাওনা টাকা আদায়ের দাবিতে লাগাতার আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। ন্যায্য পাওনা আদায়ের দাবিতে আগামী ১০ মার্চ ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের ডাকে ‘জনগর্জন সভা’র আয়োজন করা হয়েছে। এই জনগর্জন সভা দিয়ে লোকসভা ভোটের প্রচার করতে চলেছেন তৃণমূল।আগামীকাল বাংলার হুঙ্কারে কম্পিত হতে চলেছে রাজধানী দিল্লি।আর ব্রিগেডের জনগর্জন সভাকে সাফল্যমন্ডিত করতে শনিবার নওপাড়া ষষ্ঠী তলায় জরুরি এক বৈঠকের আয়োজন করেন বিধাননগর (Bidhannagar) পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা আজিজুল হোসেন মন্ডল এবং বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল।
নওপাড়া ষষ্ঠী তলায় ঠিক সাড়ে এগারোটা নাগাদ এই কর্মীসভার আয়োজন করা হয় এ দিন। যেখানে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস চক্রবর্তী সহ ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সকল সদস্য – সদ্যসা বৃন্দরা।
আরো দেখুন:Sandeshkhali:সন্দেশখালির কোড়াকাটি অঞ্চলে তৃণমূলের দখল করা পার্টি অফিস পুনরুদ্ধার করল বামেরা