প্রতিভার জোরে মাত্র ৩ বছর বয়সেই নিজের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তুলে ফেলল পশ্চিম মেদিনীপুরের এক খুদে।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের জয়ন্তীপুরের পৃথ্বীরাজ দত্ত।মাত্র ৩ বছর বয়সেই এই খুদে ছেলেটির প্রতিভা দেখে এখন অবাক হচ্ছেন এলাকার সকলেই ৷অনায়াসে সাড়ে তিন মিনিট সময়ের মধ্যে আদোও আদোও গলায় ১০০ টি জিকের উত্তর দিয়ে দিতে পারে সে।আর এরজন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে রেকর্ড গড়ল এই খুদে।
ছোট এই পৃথ্বীরাজের সাফল্যে খুশি তার মা ও পরিবার। তবে সাফল্যের পিছনে প্রচেষ্টার একমাত্র মানুষ তার মা। পড়তে বসার সময় তাকে বারে বারে কোন প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলেই অনর্গল বলতে পারতো পৃথ্বীরাজ, আর এই ভাবেই স্বপ্নের পথে এগোতে শুরু করে পৃথীরাজ। মাত্র দেড় বছর বয়স থেকেই সে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তরে সাবলীল হয়ে ওঠে। মায়ের প্রচেষ্টায় স্কুলের গণ্ডি প্রবেশ করার আগেই গলায় ঝুল্লো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মেডেল।