সরস্বতী পুজো মানে বাঙালির অলিখিত ভ্যালেন্টাইন্স ডে। আবার এই বছর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়েছিল। প্রেমিক প্রেমিকাদের তাই যেনো সোনায় সোহাগা। তবে প্রেম বিরহ বিচ্ছেদ মানুষের জীবনে ফিরে ফিরে আসতেই থাকে। এই নিয়েই মুখ খুললেন অভিনেত্রী দেবলীনা দত্ত (Debleena Dutta)। ছোটবেলায় কেমন কাটিয়েছেন সরস্বতী পুজা?
অভিনেত্রীর কথায়, ‘স্কুলে পড়াকালীন সরস্বতী পুজোটাই ছিল আমার ভ্যালেন্টাইন্স ডে। হাইস্কুলের সব ছেলেমেয়েরা দারুণ সাজগোজ করে আসত। হাইস্কুল রোম্যান্সের পিক এজ যাকে বলে আর কী! বাড়ি থেকেও অনেকে ছাড় পেত। বড়দের চোখ এড়িয়ে সকলে এই পুজোটা উপভোগ করত।’
তবে দেবলীনা মনে করেন এখন ভালোবাসার সংজ্ঞা পাল্টে গেছে। তিনি বললেন, ‘এখন সবকিছুই শরীর সর্বস্ব হয়ে গিয়েছে। রোম্যান্সের পবিত্রতা বা সাফল্য হারিয়ে যাচ্ছে। এটার মূল কারণ মোবাইল ফোন।’
প্রথম প্রেম নিয়ে জিজ্ঞেস করতে দেবলীনা (Debleena Dutta) বললেন, ‘মানুষটা আমার অতীত হলেও প্রেমটা আমি ভুলিনি। মানুষ হারিয়ে যায়, ফিকে হয়। সময় নয়। ওটাই মনে থেকে।’
আরও পড়ুন:Weather Update: বঙ্গে শীত বিদায়ের বার্তা ?
Image source-Google