বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

এবার বাড়িতে দুর্দান্ত একটি রেসিপি (Recipe) বানিয়ে চমকে দিন সকলকে।

তাই স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন দুর্দান্ত ব্যাম্বো চিকেন।

চলুন দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

১. কচি বাঁশের খোল ১টি

২. মুরগির মাংস ৫০০ গ্রাম

৩. টটো কুচি আধা কাপ

৪. হলুদ গুঁড়া আধা চা চামচ

৫. জিরার গুঁড়া আধা চা চামচ

৬. পেঁয়াজ কুচি আধা কাপ

৭. আদা-রসুন বাটা ২ টেবিল চামচ

৮. কাঁচা মরিচ ৪-৫টি

৯. সরিষার তেল আধা কাপ

১০. লবণ স্বাদমতো

১১. চিনি এক চিমটি ও

১২. ফয়েল ১টি

পদ্ধতি:

প্রথমে একটি পাত্রে সব মসলা, সরিষার তেল, লবণ, সামান্য চিনি, টমেটো, পেঁয়াজ, রসুন ও আদা বাটা নিন। এবার আগে থেকে জল ঝরানো মুরগির মাংসগুলো এই মসলার মধ্যে দিয়ে ভালো করে মেরিনেট করে রাখুন।

যত বেশি সময় রাখতে পারবেন, স্বাদ তত ভালো হবে। না হলে ঘণ্টা দুয়েক রাখুন। এবার বাঁশের খোলে বেশি করে সরিষার তেল মাখিয়ে নিন। মেরিনেট করা মাংসগুলো বাঁশের মধ্যে দিয়ে বাকি মসলাটুকুও ঢেলে দিন।

বাঁশের মুখ ফয়েল পেপার দিয়ে ভালো করে মৃড়িয়ে নিন। এবার বাঁশটি জলন্ত চুলার মধ্যে রাখতে পারলে ভালো হয়। না থাকলে গ্যাসের উপরেও বসিয়ে দিতে পারেন।

আধা ঘণ্টা পর গ্যাস বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বাঁশপোড়া মুরগি বা ব্যাম্বো চিকেন।

আরো পড়ুন: Rahul Arunoday Banerjee: ফেসবুকের পাতায় প্রমিজ ডেতে কি লিখলেন রাহুল?

Image source-Google

By Torsha